• কেশিয়াড়ির বহিষ্কৃত তৃণমূল নেতা দূরত্ব  ঘুচিয়ে ফের উপস্থিত দলীয় কর্মসূচিতে
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বেলদা: পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনে দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল নেতৃত্ব বহিষ্কার করেছিল ফটিক পাহাড়ীকে। শুধু তাই নয়, পুরাতন মামলায় গ্রেপ্তারও হতে হয়েছিল কেশিয়াড়ির এই তৃণমূল নেতাকে। বুধবার কেশিয়াড়ির রবীন্দ্রভবনে আয়োজিত এক দলীয় কর্মসূচিতে জেলা সভাপতির পাশে বসতে দেখা গেল তাঁকে। এই নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে, তবে কি ফের দলে নিজের পুরনো জায়গা ফিরে পেলেন ফটিকবাবু?

    প্রসঙ্গত, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির মোট ২৭টি আসনের মধ্যে ২৩টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল ঘাসফুল শিবির। পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যদের একাংশ সমিতির সভাপতি হিসাবে চেয়েছিলেন ফটিকবাবুকেই। কিন্তু ওই পদের জন্য উত্তম শিটের নাম প্রস্তাব করে তৃণমূল নেতৃত্ব। বোর্ড গঠনের সময় তা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। স্থগিত হয়ে যায় বোর্ড গঠন। 

    বোর্ড গঠন না হওয়ার দায় প্রশাসনের উপর ঠেলে পুলিস সুপার, জেলাশাসক, এসডিও, বিডিও এবং কেশিয়াড়ি থানার আইসির বিরুদ্ধে হাইকোর্টে মামলা ঠোকেন ফটিক পাহাড়ী সহ ১৫ জন জয়ী সদস্য। পরদিনই ফটিককে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। এরপরেই ২০১৭ সালে স্থানীয় তৃণমূল নেতা ঝাড়েশ্বর সাঁতরা খুনের মামলায় ফটিক ও তাঁর অনুগামী কার্তিক পালুইকে গ্রেপ্তার করে সিআইডি। ফটিককে গারদে রেখেই বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি হন উত্তম। লোকসভা নির্বাচনের সময় প্রকাশ্যে দেখা না গেলেও দলের হয়ে প্রচার করেছিলেন ফটিকবাবু। কেশিয়াড়ি বিধানসভা এলাকায় ভালো ফল করেছিল ঘাসফুল। বুধবার রবীন্দ্রভবনে ভোটার তালিকার বিষয় নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছিল দল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক সুজয় হাজরা, বিধায়ক দিনেন রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, বৈঠকে আগে থেকেই উপস্থিত ছিলেন ফটিকবাবু। মঞ্চে থাকাকালীন জেলা সভাপতি তাঁকে মঞ্চে ডেকে নেন। সুজয়বাবু বলেন, লোকসভা নির্বাচনের সময় থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও প্রার্থী জুন মালিয়া ফটিকবাবুকে প্রচারে নামতে বলেছিলেন। সেই সময় থেকেই তিনি দলের কাজ করছেন। আর তাতে আমাদের কোনও সমস্যা নেই। ফটিকবাবু বলেন, লোকসভা নির্বাচনে রাজ্য সভাপতির নির্দেশে প্রচার করেছি। জেলা সভাপতি বিষয়টি নিয়ে আজকে সবুজ সংকেত দিয়েছেন। দলের কাজ যেভাবে করছিলাম সেভাবেই করব।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)