ওয়াকফ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে: সিদ্দিকুল্লা
বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বর্ধমান: ওয়াকফ আইন ইস্যুতে স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার বর্ধমান জেলা তৃণমূলের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ওয়াকফ বোর্ডে অন্য ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্তি সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। মন্ত্রী বলেন, যেমন শিখদের জন্য পৃথক বোর্ড রয়েছে, যেখানে অন্য সম্প্রদায়ের প্রবেশাধিকার নেই। তেমনই মুসলিমদের ওয়াকফ বোর্ডেও বাইরের ধর্মাবলম্বীদের প্রবেশ কেন হবে? সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। জোর করে হিন্দুদের ওয়াকফ বোর্ডে ঢোকানোর কোনও যুক্তি নেই।
তিনি আরও বলেন, এসএসসি নিয়ে রাজ্য সরকার ও দল যথেষ্ট সচেতন। তবে, যোগ্য প্রার্থীদের তালিকা রাজ্য সরকার আগে দিতে পারলে ভালো হতো বলে বর্ধমানে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত রাজ্য সরকারের ঢিলেমিকেই কাঠগড়ায় তুললেন মন্ত্রী। এসএসসির ২০১৬ সালের প্যানেল নিয়ে এর আগে সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকার ও এসএসসি বোর্ডকে যোগ্য প্রার্থীদের তালিকা দেওয়ার নির্দেশ দিলেও সেই তালিকা দেয়নি রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের রায়ের পর এসএসসি বোর্ড ২১ এপ্রিলের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে।