• সাতসকালেই জেলাশাসকের অফিসে আগুন, শোরগোল
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক’দিন আগে বারাসতে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দপ্তরে হুমকি ইমেল আসে। এর রেশ কাটতে না কাটতেই জেলাশাসকের অফিসে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল। দমকলের একটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    জেলাশাসকের অফিসের মূল গেটের ডানদিকেই রয়েছে ট্রেজারি বিল্ডিং। বৃহস্পতিবার সকাল ন’টার সময় ট্রেজারি বিল্ডিংয়ের দুটি ঘর থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখেন অফিসের নিরাপত্তারক্ষীরা। ট্রেজারি বিল্ডিংয়ের যে অংশে আগুন লাগে, সেখানে দ্বিতীয় ট্রেজারি অফিসারের চেম্বার রয়েছে। তার পাশেই সার্ভার রুম। এই দুটি ঘরই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দপ্তরের লোহার গেট কেটে দমকল কর্মীরা ভিতরে ঢোকেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এনিয়ে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মনীষ মিশ্র বলেন, সকাল ন’টায় ট্রেজারি বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সার্ভার রুম সহ দু’টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় বিপত্তি হয়নি। কী কী ক্ষতি হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে দমকলের এক আধিকারিক বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সার্ভার রুমের এসি থেকেই কোনওভাবে আগুন ধরেছে বলে মনে হচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)