• পরিবহণ দপ্তরে চাকরির নামে প্রতারণা
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: পরিবহণ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম শেখ মোন্তাজ আলি (৩৫)। বাড়ি রাজারহাটে। মধ্যমগ্রামের একটি ভাড়া বাড়ি থেকে মোন্তাজকে পাকড়াও করে পুলিস। 

    ৫ মার্চ আমডাঙা থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন জেসমিন মল্লিক নামে এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, পুলিসের পরিচয় দিয়ে মোন্তাজ তাঁর স্বামীর চাকরি করে দেওয়ার জন্য দফায় দফায় প্রায় সাড়ে ছ’লক্ষ টাকা নেন। কিন্তু, সময় পেরিয়ে গেলেও চাকরি জোটেনি। পরে, প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানার দ্বারস্থ হন জেসমিন। তদন্ত চালিয়ে পুলিস মধ্যমগ্রাম থেকে মোন্তাজকে গ্রেপ্তার করে। তাঁকে নিজেদের হেফাজতে রেখে জেরা করে পুলিস। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল, সিমকার্ড, বিভিন্ন নথি। আটদিন পুলিস হেফাজতের পর বৃহস্পতিবার তাঁকে তোলা হয় বারাসত আদালতে। বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    কীভাবে মোন্তাজের সঙ্গে অভিযোগকারী মহিলার পরিচয় হয়? তদন্তকারীরা জানিয়েছেন, জেসমিন ব্যক্তিগত কাজে একাধিকবার বারাসত আদালতে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন কাজের অছিলায় মোন্তাজের সঙ্গে পরিচয় হয় তাঁর। তখনই পুলিস পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করেন তিনি। মহিলার থেকে সাড়ে ছ’লক্ষ টাকা গায়েবও করে দেন। উল্লেখ্য, গত বছর জুলাই মাসে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বারাসত থানার হাতে গ্রেপ্তার হন মোন্তাজ। এরপর জেল থেকে ছাড়া পেয়ে ফের পুলিস পরিচয় দিয়ে প্রতারণা করে গ্রেপ্তার হলেন তিনি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)