• বারুইপুর পুলিস জেলায় এবার ব্যবহার হবে অত্যাধুনিক ড্রোন
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পুলিস জেলায় এবার ব্যবহার করা হবে অত্যাধুনিক ড্রোন। যে কোনও বড় ভিড় বা জমায়েত হঠাতে এই ড্রোন ব্যবহার করে সহজেই শর্ট এবং লং রেঞ্জ টিয়ার সেল, স্টান সেল ফাটানো যাবে। বৃহস্পতিবার বারুইপুরের টংতলায় এমন একটি ড্রোনের প্রদর্শনী হয়। ছিলেন পুলিস সুপার পলাশচন্দ্র ঢালি, অতিরিক্ত পুলিস সুপার রুপান্তর সেনগুপ্ত সহ অন্য পুলিস আধিকারিকরা।

    এই প্রসঙ্গে পুলিস জেলার এক আধিকারিক বলেন, এই ড্রোন এখনই ব্যবহার করা হবে না। এখন মূলত প্রদর্শনী হল। সূত্রের খবর, এই ড্রোনের ওজন ২২ কিলো। এর সঙ্গেই রয়েছে মাইক ও সার্চ লাইট। ১৫ মিনিট ধরে এই ড্রোন ওড়ানো যাবে। বড় কোনও আন্দোলন বা জমায়েত হলে এই ড্রোনের মাধ্যমে টিয়ার সেলও ফাটানো হবে। এক পুলিস আধিকারিক বলেন, এই ড্রোন ওড়ানোর আগে ভিড় জমায়েতের উদ্দেশ্যে মাইকিং করা হবে। তারপরেই পরিস্থিতি বুঝে টিয়ার সেল ফাটানো হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)