নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যাসাগর সেতুতে চলন্ত বাসে আগুন। বাসটি বাবুঘাট থেকে ছেড়ে পুরুলিয়া যাচ্ছিল। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ এই ঘটনা ঘটে। টোল প্লাজার আগে হঠাৎ চলন্ত বাসে আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তাঁরা বাসের জানলা দিয়ে বাইরে ঝাঁপ মারে। তবে এপর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। সবাইকে উদ্ধার করা গিয়েছে বলে জানাচ্ছে কলকাতা পুলিস।
খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে তার আগেই বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সম্ভবত যান্ত্রিক ত্রুটির জেরেই বাসটিতে আগুন লাগে। এই ঘটনায় বিদ্যাসাগর সেতুর একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা দেয়। অন্যদিকে, মাঝপথে বাসে আগুন লেগে যাওয়ায় বিপদে পড়েন যাত্রীরাও। জানা গিয়েছে, বাসযাত্রীদের সিংহভাগই পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বাসিন্দা। রাতে বিকল্প বাস বা ট্রেনের টিকিট জোগাড় করে কীভাবে বাড়ি ফেরা যায়, তা নিয়েই সমস্যায় পড়েন তাঁরা।