• খাদ্য ও চিকিৎসা খাতের খরচে নাজেহাল মধ্যবিত্ত
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাধারণ মানুষের রোজগারের সিংহভাগ অর্থ ব্যয় হচ্ছে দু’টি খাতে। এক খাদ্যপণ্য জোগাড়। দুই চিকিৎসা ব্যয়। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক মাসিক পাইকারি ও খুচরো মূল্যবৃদ্ধির হার সংক্রান্ত তথ্য পরিসংখ্যান প্রকাশ করে দাবি করছে, দেশে পাইকারি এবং খুচরো উভয় মূল্যবৃদ্ধির হার ক্রমেই কমেছে। অথচ একটি সংস্থার সমীক্ষায় বলা হয়েছে, মানুষের আয়ের ৩২ শতাংশ চলে যাচ্ছে খাবার কিনতেই। এই খরচের ঠিক পরেই যে ব্যয় করতে নাজেহাল হয়ে যাচ্ছে গরিব ও মধ্যবিত্ত মানুষ সেটি হল, চিকিৎসা। সাড়ে ১২ শতাংশ ব্যয় হচ্ছে চিকিৎসা খাতে। বিগত দেড় বছরের হিসেবে দেখা যাচ্ছে এই প্রবণতা ঊর্ধ্বমুখী। কারণ এই সময়সীমায় ওষুধ এবং খাদ্য এই উভয় দামই বেড়েছে পাল্লা দিয়ে। এর সঙ্গে সমীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, সেটি হল স্বাস্থ্যবিমার খরচ বহুগুণ বেড়ে যাওয়া। সেই কারণে বিগত আড়াই বছরে চালু স্বাস্থ্যবিমা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ। অথচ চিকিৎসা ক্ষেত্রে যত বিমা হচ্ছে তার সিংহভাগ ৫ লক্ষ টাকার নীচে। অর্থাৎ প্রিমিয়ামের অঙ্ক কম হলেও, তা চালাতে পারছে না মধ্যবিত্ত। 
  • Link to this news (বর্তমান)