• যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের আগে ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে যাবেন আন্দোলনকারীরা
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ের পরেও নিশ্চিন্ত, সন্তুষ্ট নন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। তাঁদের দাবি, রাজ্য সরকার পৃথকভাবে যোগ্যদের তালিকা প্রকাশ করার পরেই তাঁরা সবাই স্কুলমুখী হবেন। তার আগে পর্যন্ত রোটেশনালি অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে যাবেন তাঁরা। নাহলে আদালতের নির্দেশ অমান্য হবে। বৃহস্পতিবার এভাবেই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের মঞ্চের নেতা মেহবুব মণ্ডল।

    সরকারের তরফে খুব শীঘ্রই যোগ্যদের তালিকা প্রকাশিত হতে চলেছে। ২১ এপ্রিল তা প্রকাশিত হতে পারে বলে খবর। তবে, তালিকা প্রকাশিত হলে আর স্কুলে যেতে সমস্যা নেই বলেই জানাচ্ছেন মেহবুব। তবে তা না করা হলে ধর্মতলার ওয়াই চ্যানেল, শহিদ মিনার সহ শহরের বিভিন্ন প্রান্তে আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। প্রসঙ্গত, আজ শুক্রবার গুডফ্রাইডের ছুটি। শনিবার অর্ধদিবস ছুটি হয়ে ফের সোমবার খুলবে স্কুল। আর সেদিনই যদি তা প্রকাশিত হয়ে যায়, তাহলে সমস্যা থাকছে না। এদিকে, ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোনও ছাড় দেয়নি সুপ্রিম কোর্ট। পূর্ব বর্ধমানের ভাতারের একটি স্কুলের শিক্ষাকর্মী সুশান্ত শিকদার বলেন, ‘আমাদের সঙ্গে সঠিক বিচার হল না। শিক্ষকদের ক্ষেত্রে হলে আমাদের যোগ্যরা কেন এই সুবিধা পাবেন না?’ শিক্ষকরাও এই রায়ের ফলে শিক্ষাকর্মীদের জন্য বিমর্ষ। মেহবুব বলেন, ‘একসঙ্গে আন্দোলন করছি। আমরা ৩১ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ পেলাম আর তাঁরা পেলেন না বলে খারাপ লাগছে।’
  • Link to this news (বর্তমান)