• প্রবল বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় কিছু জায়গায়, গরম থেকে স্বস্তিও
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বজ্রগর্ভ মেঘ থেকে বৃহস্পতিবার সারাদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হয়। কোনও কোনও জায়গায় জোরালো হাওয়া বয়েছে। এতে গরম থেকে স্বস্তি মেলে অনেকটাই। তাপমাত্রা কমে যায়।

    আলিপুর আবহাওয়া দপ্তর রাতে জানিয়েছে, বিস্তারিত রিপোর্ট পাওয়া না গেলেও দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় এদিন কালবৈশাখী ঝড় হয়েছে। আজ শুক্রবারও রাজ্যের সর্বত্র ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকছে। তবে বৃহস্পতিবার যে মাত্রার ঝড়বৃষ্টি রাজ্যজুড়ে হয়েছে তার পুনরাবৃত্তি আজও হবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তিনি আরও জানান, শুক্রবার সকাল থেকে পরিস্থিতি পর্যালোচনা করে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হবে।  তবে শনি ও রবিবার ঝড়বৃষ্টির মাত্রা অনেকটা কমে যাবে। সোমবার থেকে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি আপাতত কয়েকদিন থাকবে না। তখন তাপমাত্রা বাড়বে। 

    পুর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছে। বিহার ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মূলত এই দুটি কারণে সকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে শুরু করে। প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে বারাকপুরে ৪৬ মিমি, কল্যাণীতে ২৯ মিমি, বাঁকুড়ায় ২০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরে রাত সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২১ মিমি।  
  • Link to this news (বর্তমান)