জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'পর্যাপ্ত নথি এই মুহূর্তে আদালতের সামনে নেই'। মুর্শিদাবাদ কাণ্ডে NIA তদন্তের দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, 'প্রয়োজনে মনে করলে কেন্দ্রীয় সরকার NIA-কে তদন্তভার দিতেই পারে'।
মুর্শিদাবাদ কাণ্ডে NIA নয়। কলকাতা হাইকোর্টে নির্দেশ, 'সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে শান্তিতে এবং নির্ভয় থাকতে পারেন তারজন্য সমস্ত রকম ব্যবস্থা পুলিশ এবং প্রশাসন কে করতে হবে'। ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, 'এই কমিটিতে থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি, রাজ্য মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি এবং রাজ্য আইনি সহায়তা কেন্দ্রের মেম্বার সেক্রেটারি। মূলত ঘরছাড়া দের সনাক্ত করা, সম্পত্তির ক্ষয়ক্ষতির হিসাব করা এবং কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। একই সঙ্গে যারা এফআইআর দায়ের করতে সক্ষম নন তাদের এফআইআর দায়ের করার ক্ষেত্রে সহযোগিতা করবে এই কমিটি'।
এর আগে, হাইকোর্টে মুর্শিদাবাদ মামলার শুনানির পর রায়দান স্থগিত ছিল। ডিভিশন বেঞ্চ বলেছিল, 'কেউ কোনও উসকানিমূলক বক্তব্য় রাখবেন না। মানুষকে ঘরে ফেরানোই প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। কারা ঘরে ফিরতে পারেনি, NHRC, রাজ্য মানবাধিকার কমিশন, স্টেট লিগ্যাল সার্ভিস দেখতে পারে'।
এদিকে মুর্শিদাবাদ কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। রিপোর্টে উল্লেখ, 'পুলিসকে খুন করার জন্য এগিয়ে এসেছিল ৫ থেকে ১০ হাজার মানুষ।
লোহার রডের মতো মারাত্মক অস্ত্র নিয়ে পুলিসে দিয়ে এগিয়ে আসছিল তারা। ভিড়ের মধ্যেই SDPO-র পিস্তল ছিনতাই করে নেওয়া হয়। পিস্তলে ১০ রাউন্ড গুলি ছিল। আসল উদ্দেশ্য ছিল পুলিসকে খুন করা'।