গাড়ি করে কলকাতা থেকে মালদার উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। জানা গিয়েছে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার-সহ তিন জনের প্রতিনিধি দল যাচ্ছেন মালদার বৈষ্ণবনগরে। জাতীয় মহিলা কমিশনের সঙ্গে যাচ্ছে চারজনের লিগাল টিম।
গুড ফ্রাইডের দিন যিশু খ্রিষ্টের আত্মত্যাগের কথা স্মরণ করে এক্সে একটি পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে আজ মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, সকালেই শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছেছেন তিনি। দুপুরের মধ্যে সেখানে পৌঁছবেন। সেখানে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলিতে। আজও রাজ্য জুড়ে দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। জানা গিয়েছে, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। সোমবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। মূলত মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আগামী বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি ছত্রিশগড়, ঝাড়খন্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গেছে। এর জেরেই সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে।
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে এখনও উত্তপ্ত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এ বার আজ মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন তিনি। এর পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলেরও আজ যাওয়ার কথা রয়েছে মালদহে। সেখানকার আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার কথা রয়েছে মহিলা কমিশনের প্রতিনিধিদের।
বৈশাখের সন্ধ্যায় নিউ টাউনের বাড়িতে আজ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে শুক্রবার চারহাত এক হতে চলেছে দিলীপ ঘোষের। নিউ টাউনের বাড়িতে ঘরোয়া এক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। জানা গিয়েছে, তাঁদের বিয়েতে শুধুমাত্র নিকট আত্মীয়রাই উপস্থিত থাকবেন।
আপাতত মুর্শিদাবাদে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ দিন মুর্শিদাবাদে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।