আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় হুগলি সেতুতে যাত্রীবোঝাই বাসে ভয়াবহ আগুন। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে বাসটি চলতে চলতেই তাতে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা বাস দাউদাউ করে জ্বলতে শুরু করে। ভেতরে যাত্রীরা অনেকেই আতঙ্কে চিৎকার করতে শুরু করে দেন। একপ্রকার ভিড় জমে যায় সেতুর ওপর।
জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিল। কলকাতা থেকে রওনা দিয়ে কিছুটা পথ যেতেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনওরকম হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু গোটা বাস অগ্নিদগ্ধ অবস্থায় থাকায় ভেতরে কেউ আটকে কিনা তাও পরিষ্কার বোঝা যাচ্ছে না।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টার কিছু পরেই। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য বাসটি রওনা দেওয়ার পর সেটি তখন দ্বিতীয় হুগলি সেতুর ওপর। হঠাৎই বাসের পেছন দিকে নিচে আগুন লাগে। কিন্তু চালক সেটা বুঝতে পারেননি। সূত্রের খবর, অন্য এক বাসের চালক এই বাসের চালককে আগুনের কথা বলেন। সঙ্গে সঙ্গে বাস দাঁড়িয়ে যায় সেতুর ওপরেই।
খবর ছড়িয়ে পড়তেই দরজা দিয়ে হুড়মুড় করে নামতে শুরু করে দেন যাত্রীরা। অনেকে জানলা দিয়ে লাফ মারেন বাইরে। সেই সময়ে কিছু যাত্রী হালকা চোট পেলেও এই মুহূর্তে স্থিতিশীল বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় দমকলেও। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। রাস্তা পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়াররাও।