• আজও কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
  • কলকাতা, ১৮ এপ্রিল: বৃহস্পতিবার সন্ধ্যায় তুমুল ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতা ও তার লাগোয়া বিস্তীর্ণ অঞ্চলে। এর ফলে গরমের হাত থেকে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। আজ, শুক্রবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। এদিন দুপুর অথবা বিকেলের পরে কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে তারা। এদিকে, প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম জেলাতেও। জারি হয়েছে লাল সতর্কবার্তা। বৃষ্টি হতে পারে নদীয়া জেলাতেও।আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ সকালে শহরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দুপুর অথবা বিকেলের পরে হাল্কা অথবা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সকাল সাড়ে ৬টা থেকে ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাত হয়েছে ২১.২ মিলিমিটার।
  • Link to this news (বর্তমান)