অয়ন ঘোষাল: মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি ছত্তীসগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গেছে। এর টানেই মূলত সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে। তার প্রভাবে আজও রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি এবং কালবৈশাখী পরিস্থিতি তৈরি হবে দুপুর বা বিকেলের পর। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সোমবার আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ। তাপমাত্রা ক্রমশ বাড়বে আগামী বুধবার থেকে।
দক্ষিণবঙ্গ
আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সতর্কতা। বেশিরভাগ জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। কালবৈশাখীর মতো পরিস্থিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতা জেলাতে।
উত্তরবঙ্গ
ওদিকে উত্তরবঙ্গেও আজ শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সোমবারের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
কলকাতা
২২ মিলিমিটার বৃষ্টি এবং ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগের কালবৈশাখীর হাত ধরে কলকাতায় কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় সাড়ে ৫ ডিগ্রি নেমে গিয়েছে। ফলে আজ সকালে মনোরম আবহাওয়া। বেলা বাড়লে যদিও ফের চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হবে। বিকেলের পর ফের দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝরি বৃষ্টির সম্ভাবনা। আজ দিনের তাপমাত্রা কালকের অনুপাতে সামান্য কম থাকবে। রাতের তাপমাত্রা বৃষ্টি না হলে সামান্য বাড়তে পারে।
পরিসংখ্যান
রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় সাড়ে ৫ ডিগ্রি নেমে ২০.৯ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি কমে ৩৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এই মুহূর্তে ৫২ শতাংশ। বেলা বাড়লে ৯৬ শতাংশ। বিকেলের দিকে ১০০ শতাংশও হতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার।