মালদহে রওনা রাজ্যপালের, সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন হাই কোর্টের
প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৫
গোবিন্দ রায়: মুর্শিদাবাদের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়ে দিল কলকাতা হাই কোর্ট। কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন ও রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের একজন করে সদস্য থাকবে এই কমিটিতে। পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তিতে এনআইএকে তদন্তভার দেওয়া নিয়ে বিষয়টি কেন্দ্রের উপরেই ছেড়েছে আদালত। এদিকে শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে মালদহে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
হাই কোর্টের গড়ে দেওয়া তিন সদস্যরে কমিটি কী করবে? এই কমিটি মূলত ঘর ছাড়াদের শনাক্ত, সম্পত্তির ক্ষয়ক্ষতির হিসাব ও কতগুলো এফআইআর দায়ের হয়েছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। একই সঙ্গে যারা এফআইআর দায়ের করতে সক্ষম নন, তাঁদের এফআইআর দায়ের করার ক্ষেত্রে সহযোগিতা করবে হাই কোর্টের গড়ে দেওয়া এই কমিটি। এই কমিটি মুর্শিদাবাদের মাটিতে নেমে তদন্ত করবে। সাহায্য করবে সাধারণদের। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে, শান্তিতে ও নির্ভয় থাকতে পারেন তার সমস্ত রকম ব্যবস্থা পুলিশ-প্রশাসনকে করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদলত। এছাড়াও এনআইএকে তদন্তভার দেওয়ার মতো পর্যাপ্ত নথি এই মুহূর্তে আদালতের সামনে নেই, কেন্দ্র চাইলে নিজস্ব ক্ষমতা বলে এনআইএকে তদন্তভার দিতেই পারে বলে জানিয়েছে হাই কোর্ট।
এদিকে, আজ শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে মালদহে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্যপাল। মুর্শিদাবাদে এখনও মোতায়েন রয়েছে আধাসেনা। পুলিশ সিট গঠন করে হিংসার ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ছন্দে ফিরছে নবাবের জেলা।