• ‘এ বার এটাও হয়ে যাক…’, বিয়ে নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৫
  • অনেকেই মনে করেন, বঙ্গে ‘মর্নিং ওয়াক রাজনীতি’-র ট্রেন্ড সেটার দিলীপ ঘোষ। এখন সোশ্যাল মিডিয়ার ‘হট টপিক’ বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ের খবর। প্রাতঃভ্রমণে প্রেম? নতুন প্রজন্মের মধ্যে দিলীপের ‘ধন্যি ধন্যি’।

    এ দিকে যাঁকে নিয়ে এত চর্চা, সেই দিলীপ ঘোষই ‘স্পিকটি নট’। একাধিকবার ফোন করেও পাওয়া যাচ্ছিল না তাঁকে। কিন্তু তাঁর বন্ধু, আত্মীয়, আপনজনেরা জানিয়েছেন, বিয়ের তোড়জোড় তুঙ্গে।

    বিয়ের আয়োজনের ব্যস্ততা, লোকজনের আনাগোনা সমস্তটা সামাল দিয়ে শুক্রবার সকালে জীবনের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপির ‘ঠোঁটকাটা’ নেতা দিলীপ ঘোষ। তিনি এ দিন এক সংবাদ মাধ্যমে বলেন, ‘সমস্ত দায়দায়িত্ব পালন করেছি। এটাই বাকি ছিল। এ বার এটাও হয়ে যাক।’

    তবে বিয়েটা যে মায়ের জন্য করা, বারবার সে কথা বলেছেন দিলীপ। তিনি বলেন, ‘মায়ের দায়িত্ব কোনওদিন পালন করিনি। এ বার করব। মায়ের সেবা করব।’ দিলীপ বলেন, ‘৬ বছর বয়স থেকে মায়ের সঙ্গে কোনওদিন থাকিনি। এখন মা আমার কাছে থাকতে এসেছেন। কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, মাকে জল দেওয়ার কেউ থাকে না। এই দায়িত্ব পালনের দরকার ছিল।’

    এ দিকে বঙ্গ বিজেপির দাপুটে এই নেতার বিয়ে নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা নেহাত কম নয়। বিয়ে না করার পরামর্শও পেয়েছিলেন তিনি, শোনা যাচ্ছে এমনটাই। সেই সমস্ত আলোচনা নিয়ে অবশ্য বাক্য ব্যয় করেননি দিলীপ। তিনি বলেন, ‘রাজনীতি যেমন করছি তেমনই করব। দল যেই দায়িত্ব দেবে তা আগের মতোই পালন করব। আমি, মা আর তৃতীয় জন। তিনজনের পরিবার…’।

  • Link to this news (এই সময়)