• উড়েছে বাড়ির চাল, লন্ডভন্ড এলাকা, হুগলির গ্রামে টর্নেডোর দাপটে বিপর্যস্ত জনজীবন
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৫
  • হুগলির দাদপুরের গ্রামে টর্নেডোর দাপট। ভেঙে পড়ে একাধিক গাছ। উড়েছে একাধিক বাড়ির চাল। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। বিপর্যস্ত জনজীবন। 

    বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় দাদপুরের মাকালপুর পঞ্চায়েতের আলিপুর গ্রাম। শুক্রবার সকাল থেকেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল হুগলির বিস্তীর্ণ অঞ্চলে। এ দিন সকালেও হালকা ঝড় বৃষ্টি শুরু হয় কিছু জায়গায়। তাতে উদ্ধার কাজে সমস্যা দেখা দেয়। 

    প্রশাসন সূত্রে খবর, অনেকের বাড়ির চাল উড়ে গিয়েছে আলিপুর গ্রামে। গ্রামের এক বাসিন্দা আহত হয়েছেন বলে খবর। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  এ দিন ঘটনাস্থলে যান পোলবা দাদপুর-এর বিডিও জগদীশ বাড়ুই, ওসি দাদপুর অভিষেক চৌধুরী-সহ স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের লোকজন। 

    ঘূর্ণিঝড়ে ধনিয়াখালির সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের সিঁথি পলাশী গ্রাম-সহ ধনিয়াখালিতে অনেকগুলি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিও জানান, পঞ্চায়েত থেকে ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়েছে, যাতে নতুন করে খুঁটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করা যায়। যে সমস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে, তাঁদের আপাতত ত্রিপল দিয়ে থাকার ব্যবস্থা করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)