শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শুক্রবার বেলা ১২টা ৪০ মিনিটে পার্ক স্ট্রিটের বহুতল কুইন্স ম্যানসনের একতলায় আগুন লাগে। এই বিল্ডিংয়ে একাধিক নামী সংস্থার আউটলেট রয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, একটি মিষ্টির দোকানে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নেভানোর কাজ চলছে। পার্ক স্ট্রিট শহরের ব্যস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম। যেখানে এই অগ্নিকাণ্ড ঘটেছে তার আশেপাশে একাধিক বেসরকারি অফিস রয়েছে। রয়েছে বিভিন্ন রেস্তোরাঁও। কোনও ভাবেই যাতে আগুন না ছড়িয়ে পড়ে, সেই দিকেও বিশেষ নজর দিয়েছে দমকল।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই ঘটনায় কেউ আহত হননি। সকলকেই নিরাপদে সরিয়ে আনা হয়েছে দোকান থেকে।