• নতুন বউকে ঘরে রেখে বৌভাতের কেনাকাটা করতে গিয়েছিলেন স্বামী, সব শেষ মাঝরাস্তায়...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। নববধূকে ঘরে রেখেই বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন বিয়ের কেনাকাটা করতে। কিন্তু বিয়ের আনন্দ নিমেষে পরিণত হল বিষাদে-হাহাকারে। বৌভাতের কেনাকাটা করে ফেরার পথে মাঝ রাস্তায় শেষ হয়ে গেল সব আনন্দ। ঘরে ফেলা হল সদ্য বিবাহিত যুবকের।

     নতুন বউকে বাড়িতে রেখেই বন্ধুর সঙ্গে বৌভাতের কেনাকাটা করতে গিয়েছিলেন বাবের শেখ। বীরভূমের পাইকর থানার বর্ষা পুকুর মোড়ের দুর্ঘটনায় প্রাণ গেল তাঁর।

    বৃহস্পতিবার বিয়ে করে নতুন বউকে বাড়িতে রেখেই বন্ধুর সঙ্গে বাইকে করে বৌভাতের কেনাকাটা করতে বেরিয়েছিলেন বর্ষাপুকুর গ্রামের বাবের শেখ। সন্ধেবেলা মুরারই ওমরপুর রাস্তায় বর্ষা পুকুর মোড়ে একটি যন্ত্র চালিত ভ্যানের সঙ্গে  বাবের শেখের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

     ঘটনাস্থলে মৃত্যু হয় বাবের শেখ ও তাঁর বন্ধুর। যন্ত্রচালিত ভ্যানে থাকা চারজন গুরুতর আহত হন। পাইকার থানার পুলিশ ও এলাকার বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে এবং পাইকার হাসপাতালে পাঠায়। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
  • Link to this news (আজকাল)