হাড়োয়ায় এসটিএফের অভিযান, উদ্ধার একনলা ও দোনলা বন্দুক-সহ বেশ কয়েক রাউন্ড গুলি ...
আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। বৃহস্পতিবার হাড়োয়া থানার হাড়োয়া-রাজারহাট রোডে জোকারবিল এলাকায় এই অভিযান চালানো হয় বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বাড়ি হাড়োয়ার গোপালপুরের পুকুরিয়া এলাকায়। শুক্রবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। চারজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ।
এসটিএফের একটি সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল জোকারবিল এলাকায় একটি চারচাকা গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি একনলা ও একটি দোনলা বন্দুক-সহ একটি সেভেন মিলিমিটারের সেমি অটোমেটিক পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড গুলি। কেন এবং কোথায় এই জিনিসগুলি নিয়ে যাওয়া হচ্ছিল সেবিষয়ে অভিযুক্তদের থেকে কোনও সদুত্তর এখনও পাওয়া যায়নি বলে এসটিএফ সূত্রে জানা যায়।
তদন্তকারীরা মনে করছেন, এরা সকলেই 'ক্যারিয়ার'। যেহেতু সব আগ্নেয়াস্ত্রই দেশি কারখানায় বেআইনিভাবে প্রস্তুত করা হয়েছে সেজন্য এর পিছনে বড় কোনও চক্র কাজ করতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখতেই অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ।