মিল্টন সেন,হুগলি: টর্নেডোর দাপট। উড়ে গেল বাড়ির চাল। ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, গাছ। বৃহস্পতিবার সন্ধেয় কালবৈশাখী চলাকালীন হঠাতই এই টর্নেডোর দাপট লক্ষ্য করা যায় ধনেখালি বিধানসভা এলাকার একাধিক জায়গায়। লণ্ডভণ্ড হয়ে যায় দাদপুর থানার অন্তর্গত মাকালপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর এবং সোমসপুর ২ গ্রাম পঞ্চায়েতের সিথি পলাশী-সহ একাধিক গ্রাম। ঘূর্ণি ঝড়ের দাপটে ভেঙে পড়ে একাধিক গাছ, বাড়ি, বিদ্যুতের খুঁটি। শুক্রবার সকালে শুরু হয় উদ্ধার কাজ। সয়াক্লেও একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হয়, ফলে সমস্যা তৈরি হয় উদ্ধারকার্যে।
একাধিক বাড়ির চাল উড়ে যায় আলিপুর গ্রামে। ঘূর্ণিঝড়ে ধনেখালির সোমসপুর ২ গ্রাম পঞ্চায়েতের সিথি, পলাশী গ্রাম-সহ অনেকগুলি কাঁচা বাড়ির চাল উড়ে যায়। ঘটনায় একজন আহত হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন ঘটনাস্থলে পৌঁছন পোলবা দাদপুর এর বিডিও জগদীশ বাড়ুই, ওসি দাদপুর অভিষেক চৌধুরী শহর স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এই প্রসঙ্গে বিডিও জানিয়েছেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়েছে। ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি সরিয়ে নতুন খুঁটি বসানোর কাজ চলছে। বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করার চেষ্টা চলছে। যে সমস্ত বাড়ির চাল ঝরে উড়ে গিয়েছে, আপাতত সেই বাড়িগুলিতে ত্রিপল দিয়ে মাথা গোঁজার ব্যাবস্থা করে দেওয়া হচ্ছে।