পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের দীর্ঘ চেষ্টায় এল নিয়ন্ত্রণে ...
আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের উল্টোদিকে একটি দোকানে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষজন। দমকলের কাছে খবর যেতেই ঘটনাস্থলে যায় চারটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। জানা গেছে অগ্নিকাণ্ডের জেরে একটি মিষ্টির দোকান প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। যে বহুতলে আগুন লেগেছে, সেখান থেকে বাসিন্দাদের বের করে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।
শুক্রবার দুপুরে পার্ক স্ট্রিটের বহুতল কুইন্স ম্যানসনের নিচে একটি মিষ্টির দোকানে আগুন লাগে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। ওই বহুতলে একাধিক অফিস, রেস্তরাঁ রয়েছে। থাকেন মানুষজনও। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সবাইকে বের করে আনা হয়। হতাহতের কোনও খবর নেই।