• ধুতি-পাঞ্জাবি পরে একেবারে তৈরি, কার বিয়েতে নিতবর মীর?
    আজ তক | ১৮ এপ্রিল ২০২৫
  • লাল গলাবন্ধ ডিজাইনার পাঞ্জাবি, কনট্রাস্ট করে ঘিয়ে রঙা ধুতি, গলায় রজনীগন্ধার মালা, মাথায় টোপর পরে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন মীর। বিয়ের মরসুম শুরু হতেই, তিনি নিজের বিশেষ ছবি শেয়ার করা মাত্রই হৈচৈ পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকের দেওয়ালে স্ক্রল করতে করতে শুক্রবার এই ছবিতে চোখ আটকেছে বহু নেটিজেনদের। তাহলে কি ফের বিয়ে করলেন মীর? ক্যাপশন থেকে মিলল উত্তর।  

    বরের বেশে নেটমাধ্যমে মীর। তবে তিনি পাত্র নয়, নিতবর। শুক্রবার নিতবর সেজে বিয়ে বাড়িতে যাবেন তিনি। একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি। আসলে গোটা বিষয়টা নিতান্তই মজা করে পোস্ট করেছেন মীর আফসার আলি। এদিকে শুক্রবার দিলীপ ঘোষের বিয়ে। গুরুবার সন্ধ্যায় এই খবর চাউর হতেই বিরাট চর্চা হচ্ছে সর্বত্র। এমনকী, নেটমাধ্যম ছেয়েছে তাঁকে নিয়ে তৈরি মিমে। মীরের পোস্টের কমেন্ট বক্সেও সকলে লিখছেন দিলীপ ঘোষের বিয়ের কথা। 

    মীর আসলে নিছক মজা করেই পুরনো শ্যুটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন। তাঁর সেন্স অফ হিউমার নিয়ে প্রশ্ন করবেন, এমন সাহস বোধ হয় কোনও বাঙালিরই এই মুহূর্তে নেই। এর আগেও বার এই বিটি শেয়ার করেছিলেন মজা করেই। সেসময় ক্যাপশনে লিখেছিলেন, "যাকে দেখছি সেই বিয়ে করছে!!! এই ছবিটা সেই সমস্ত সিঙ্গলদের জন্য যাদের এবারেও হল না!" 

    প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায়, নিউটাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদারের সঙ্গে প্রাক্তন বিজেপি রাজ্যসভাপতির আইনী বিয়ে হবে। দিলীপের নিউটাউনের বাড়িতে একেবারে ঘরোয়া ভাবে সুসম্পন্ন হবে বিয়ে।  বিজেপি-র মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে চারহাত এক হবে। ৬১ বছর বয়সে বিয়ে করছেন দিলীপ। পাত্রী রিঙ্কুর বয়স ৪৭ বছর। তিনি বিবাহবিচ্ছিন্না, ২৫ বছরের এক ছেলে রয়েছেন। ছেলের অনুমতি নিয়েই বিয়ে করছেন রিঙ্কু, একথা জানিয়েছেন। 

     
  • Link to this news (আজ তক)