• পার্কস্ট্রিটে বহুতলে ভয়াবহ আগুন, স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে ধোঁয়ায় ঢাকল এলাকা
    আজ তক | ১৮ এপ্রিল ২০২৫
  • কলকাতায় আবারও অগ্নিকাণ্ড। পার্ক স্ট্রিটে কুইন্স ম্যানসন মামের একটি বহুতলে আগুন লেগেছে। পার্ক হোটেলের উল্টো দিকে থাকা এই বহুতলে থাকা বাড়ি ও অফিস থেকে লোকজনকে বের করা হচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকলের কয়েকটি ইঞ্জিন। মাস্ক পরে আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা।

    জানা গিয়েছে, বহুতলের গ্রাউন্ডফ্লোরে থাকা একটি মিষ্টির দোকানের কিচেনে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে মিষ্টির দোকানটি। সেখানে জল দিয়ে আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি আঁচ করে ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঠিক কী কারণে মিষ্টির দোকানে আগুন লাগল তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।

    বৃহস্পতিবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে একটি চলন্ত বাসে আগুন লেগে যায়। ধর্মতলা থেকে পুরুলিয়াগামী যাত্রীবাহী বাস হুগলি সেতুর মাঝ বরাবর আসতেই চাকা থেকে ছড়িয়ে পড়ে আগুন। বাসে সেই সময় প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই সব যাত্রীকে নিরাপদে বাস থেকে নামানোর চেষ্টা করেন কনডাক্টর। আতঙ্কে জানালা টপকে নামার চেষ্টা করেন অনেক। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ট্রাফিক আধিকারিকরাও। বাসের ছাদেও প্রচুর মালপত্র লোড করা ছিল। আগুনে সব মালপত্র পুড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর কলকাতা-হাওড়াগামী লেন সাময়িক বন্ধ থাকে যান চলাচল।
  • Link to this news (আজ তক)