• পার্কস্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
  • কলকাতা, ১৮ এপ্রিল: কলকাতায় ফের আগুন। শুক্রবার দুপুরে শহরের পার্ক হোটেলের উল্টোদিকের একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লাগে। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে একে একে দমকলের মোট চারটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের আনাই মূল লক্ষ্য দমকলকর্মীদের। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, দিনের ব্যস্ত সময়ে পার্কস্ট্রিটের মতো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিকভাবে পথচলতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
  • Link to this news (বর্তমান)