সন্দীপ প্রামাণিক: উত্তর বাংলাদেশে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটি মালদা ও দুই দিনাজপুরের লাগোয়া, এই সার্কুলেশনের জন্য দুই দিনাজপুর এবং মালদাতে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দমকা হাওয়া বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার মালদা ও দুই দিনাজপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া-সহ বৃষ্টি হবে।
১৯ এপ্রিল ৪০থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত-সহ ঝড় বৃষ্টি হবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২০ এপ্রিল উত্তরবঙ্গের ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে শুধু বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা।
২১-এও একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে। আগামী ২৩ তারিখ পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। শুক্রে দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। নদীয়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা এবং দুই মেদনীপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে সঙ্গে বৃষ্টি।
১৯ এপ্রিল দক্ষিণবঙ্গের নদীয়া, দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে ও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হবে। ২০ এপ্রিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা।
২১ এপ্রিল দক্ষিণবঙ্গে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদে। ২২, ২৩ ও ২৪ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় শুকনো থাকবে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আগামী তিনদিন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না, এই ঝড় বৃষ্টির জন্য অনেকটাই তাপমাত্রা কম থাকবে। ২০ এপ্রিলের পর থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি দিনের তাপমাত্রা বাড়বে।