মনোরঞ্জন মিশ্র: ভূতের আতঙ্কে থমথমে গোটা এলাকা। বন্ধ স্বাভাবিক জনজীবন, আতঙ্কে বিদ্যালয়ে যেতে পারছেন না পড়ুয়ারা। গত কয়েকদিন ধরেই অশরীরি শক্তির আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়ার হুড়া থানার রাকাব জঙ্গল লাগোয়া অর্জুনজোড়া, জজডি, কুদলুং, বাঘাটাড়, রামডি সহ আশপাশের গ্রামগুলোতে। এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক কাটাতে রাস্তা পাহারা দিচ্ছে সিভিক ভলেন্টিয়ার। কুসংস্কার দূর করতে ঘটনাস্থল পরিদর্শনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাকাব জঙ্গল লাগোয়া অর্জুনজোড়া থেকে কেশরগড় যাওয়ার রাস্তার উপর দিয়ে যাতায়াত করলেই অজানা শক্তি হামলা করছে সাধারণ মানুষের উপর। এই শক্তি কোনও পশু বা মানুষ নয়, বরং এক অশরীরী অস্তিত্ব। জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাতায়াত করলেই সেই অশুভ শক্তি মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে নারাজ সাধারণ মানুষজন। জঙ্গলের উপর নির্ভরশীল মানুষজন আতঙ্কে জঙ্গলে যেতে পারছেন না।
এলাকার পড়ুয়ারা ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারছেন না। বিশেষ প্রয়োজনে সদলবদলে লাঠি হাতে রাস্তা দিয়ে পারাপার করছেন। ঘটনায় বন্ধ হয়ে পড়েছেন এলাকার স্বাভাবিক জনজীবন। গত কয়েক সপ্তাহ আগে ওই রাকাব জঙ্গল থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তার কয়েকদিন পর থেকেই অশরীরী অশুভ শক্তির আতঙ্ক দানা বাঁধে এলাকায়।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সদস্যরা। এলাকার মানুষের সঙ্গে কথা বলে কুসংস্কার থেকে দূরে থাকার পরামর্শ দেন। কেউ অশরীরীর আত্মার প্রমাণ দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কৃত করার ঘোষণা করেন তাঁরা। অন্যদিকে, এই ঘটনাকে কুসংস্কার বলে দাবি করে অশরীরী শক্তির প্রমাণ দিতে পারলে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকেও ৫০ লক্ষ টাকা পুরস্কৃত করার ঘোষণা করা হয়।