• বৈশাখে দেখা হবে দু'জনায়! বরবেশে দিলীপ, সামনে আসার আগে সাজগোজে ব্যস্ত 'কনে' রিঙ্কু...
    ২৪ ঘন্টা | ১৮ এপ্রিল ২০২৫
  • অর্কদীপ্ত মুখোপাধ্যায়: দিলীপ ওয়েডস রিঙ্কু! বৈশাখেই চারহাত এক হচ্ছে দিলীপের (Dilip Ghosh)। গোধুলিতে সই সাবুদ করার আগে নিজেকে তৈরি করতে ব্যস্ত কনে। এদিকে ধুতি-গেঞ্জিতে বাড়িতেই প্রস্তুতি শুরু করলেন দিলীপ। একদম ছিমছাম অনুষ্ঠানে কিছুক্ষণ পরেই রেজিস্ট্রি বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। দিলীপ ঘোষের পছন্দ করে দেওয়া শাড়িতেই সাজছেন রিঙ্কু। 

    একেবারে ঘনিষ্ঠবৃত্তেই বিয়ে সারছেন দিলীপ-রিঙ্কু। বিজেপি নেতার তরফে থাকছেন তাঁর মা। রিঙ্কু মজুমদারের তরফে আসেবেন তাঁর মামা, মামি, মা ও ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়। হাতে শাঁখা-পলা, কনের বেশে সাজতে পার্লারে, তিনিই জানান, মায়ের বিয়েতে খুশি রিঙ্কদেবীর ছেলেও। প্রাতঃভ্রমণে ৫১ বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেতে চলেছে।

    রিঙ্কু মজুমদার বিবাহবিচ্ছিন্না। তাঁর একটি ছেলেও রয়েছে, যাঁর বয়স ২৫ বছর, সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। আড়ম্বর পছন্দ নয় দিলীপের তাই ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হবে। আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। কাছের মানুষদের উপস্থিতিতেই সিঁদুর পরিয়ে, মালা বদল করে বিয়ে হবে এমনটাই জানান দিলীপ ঘোষের হবু স্ত্রী। পরে হবে রেজিস্ট্রি। 

  • Link to this news (২৪ ঘন্টা)