রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে সৌজন্যের নজির, দিলীপ-রিঙ্কুকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। ‘দাবাং’ দিলীপ ঘোষ বারবার চোখা চোখা ভাষায় আক্রমণ শানিয়েছেন বাংলার ‘দিদি’কে। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির জীবনের বিশেষ দিনে সেসব মনে রাখলেন না মুখ্যমন্ত্রী। পরিবর্তে দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা-সহ ফুলের তোড়া পাঠান।
শুক্রবার আধিকারিকদের মাধ্যমে রাজ্য সরকারের লোগো লাগানো একটি হলুদ রঙের খাম পৌঁছয় দিলীপ ঘোষের বাড়িতে। ওই খামে সাদার উপর কালো রঙে লেখা ছিল বিজেপি নেতার নাম ও ঠিকানা। সঙ্গে একগুচ্ছ ফুল।