• ৩০ অতিথির উপস্থিতিতে বৈদিক মতে পরিণয়, দিলীপ-রিঙ্কুর বিয়ের মেনু কী?
    প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একুশে পরিচয়। পঁচিশে পরিণয়। পদ্মবনে ফুটল বিয়ের ফুল। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিউটাউনে বৈদিক মতে বিয়ে সারবেন দিলীপ ও রিঙ্কু। একেবারে ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে সারছেন দু’জনে। সূত্রের খবর, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মাত্র ৩০ জন। ইতিমধ্যেই সকালবেলা তাঁর নিউটাউনের বাড়িতে আনাগোনা শুরু হয়েছে গেরুয়া শিবিরের নেতানেত্রীদের। শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, সুনীল বনশলরা তাঁর বাড়িতে যান। উপহারও দেন।

    বিয়ে মানে জমিয়ে খাওয়াদাওয়া। তবে বিজেপি নেতার বিয়ে বলা কথা। তাই মেনুর দিকেও যথেষ্ট নজর রয়েছে সকলের। জানা গিয়েছে, দিলীপ ঘোষের বিয়ের (Dilip Ghosh Marriage) মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, রসগোল্লা ও আইসক্রিম। আগামী ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। ওইদিন প্রাতঃভ্রমণে ১৫০ জনকে ইডলি খাওয়াবেন। এরপর জন্মদিনের বিকেলে নাকি সস্ত্রীক খড়গপুরে রওনা দেওয়ার কথা ‘দাবাং’ দিলীপের।

    সংঘ পরিবারের সঙ্গে বরাবর যুক্ত। জীবন নিয়মে বাঁধা। জনমানসে পরিচিতি দুঁদে রাজনৈতিক নেতা হিসেবে। রাজনীতির হাজারও ব্যস্ততার মাঝে শরীরচর্চা করতে ভোলেন না। প্রায় প্রতিদিনই ইকো পার্কে নিয়ম করে হাঁটতে যান দিলীপ। সারেন জনসংযোগ। তারই মাঝে রিঙ্কুর সঙ্গে আলাপ। যা এবার হয়তো বদলে যাবে জীবনের অমোঘ বন্ধনে! জানা যাচ্ছে, রিঙ্কুও দলেরই সদস্য। উত্তর কলকাতা শহরতলির বিজেপির মহিলা মোর্চার পর্যবেক্ষক তিনি। নিউটাউনের বাসিন্দা। বিবাহ বিচ্ছিন্না। বছর পঁচিশের এক যুবকের মা। তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। সংসার জীবনের ক্ষত ভুলে ক্রমশ নাকি দিলীপের কাছাকাছি চলে আসেন রিঙ্কু। সেখান থেকেই মন দেওয়া নেওয়া।

    সময় যত গড়িয়েছে ততই বাড়ে ঘনিষ্ঠতা। শোনা যাচ্ছে, একসময় রিঙ্কুই নাকি স্থির করেন দ্বিতীয়বার সংসার পাতবেন। পাত্র অবশ্যই দিলীপ ঘোষ। প্রথমে একটু কিন্তু কিন্তু লাগছিল ঠিকই। তবে শেষমেশ ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপকে মনের কথা জানান। বিয়ের প্রস্তাবও দেন। তাতে অবশ্য এককথায় রাজি হননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজনৈতিক কেরিয়ার, আদর্শের কথা ভেবে দোটানায় পড়ে যান তিনি। এদিকে আবার দিলীপের বাড়িতে ততদিনে যাতায়াত জমে উঠেছে রিঙ্কুর। বিজেপি নেতার মায়ের সঙ্গে আলাপও তৈরি হয়েছে। ছেলেকে নিয়ে বড়ই ভাবনা বিজেপি নেতার মায়ের। তিনি না থাকলে কে যে দেখবেন আদরের ‘নাড়ু’কে, এই চিন্তা দিনরাত করতেন দিলীপ ঘোষের মা। একে তো মায়ের দুশ্চিন্তা, তার উপর আবার রিঙ্কুর প্রস্তাব। দু’য়ে মিলে ম্যাজিক। মায়ের কথা রাখতে অবশেষে নাকি বিয়ের সিদ্ধান্ত নেন দিলীপ।
  • Link to this news (প্রতিদিন)