‘দাবাং’ দিলীপের ঘরনি হচ্ছেন মা রিঙ্কু, কী প্রতিক্রিয়া ছেলের?
প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রের বিকেলেই বঙ্গ বিজেপি দাপুটে নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মা রিঙ্কু মজুমদার। এই বিয়ে নিয়ে কী মত ছেলের? দিলীপের হবু ঘরনি জানালেন, “উনি এত ডিজার্ভিং, ছেলে ভীষণই খুশি।”
জীবনের ষাট বসন্ত পার করেছেন একাই। বঙ্গ বিজেপির সেই রঙিন চরিত্র দিলীপ ঘোষ শুক্রবার আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে। সংঘের প্রচারক থেকে সংসার জীবনে কীভাবে? নানামহলে চলছে নানারকম চর্চা। তবে সবকিছুকে ‘ডোন্ট কেয়ার’ বলে সকাল থেকেই বিয়েতে ব্যস্ত দিলীপ। সাজসাজ রব মজুমদার বাড়িতেও। পার্লারে সাজছেন কনে রিঙ্কু। তারই ফাঁকে আরও একবার জানালেন কীভাবে দানা বাঁধল সম্পর্ক। কেই বা প্রথম প্রস্তাব দিয়েছিলেন, ছেলের কী মত।
রিঙ্কু জানিয়েছেন, তিনিই প্রস্তাব দিয়েছেন দিলীপকে। বুঝিয়েছেন বিয়ের প্রয়োজনীয় কী। বিজেপি নেতা যদিও এককথায় মোটেই রাজি হননি বিয়েতে। তিন মাস সময় নিয়েছেন তিনি। শেষে যদিও হ্যাঁ-ই বলেছেন। বাকি রইল পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছেলের কথা। রিঙ্কুর কথায়, “উনি এত ডিজার্ভিং, ছেলে ভীষণই খুশি।” প্রসঙ্গত, দিলীপের বিয়ে (Dilip Ghosh Wedding) নিয়ে নানামহলে নানামত। তবে দল কী বলছে? সুকান্ত এদিন জানান, “এর আগে বহু রাজনৈতিক ব্যক্তিতের বিয়ে দেখেছেন। বিয়েতে অস্বাভাবিক কিছু নেই। অনেক নেতাই বেশি বয়সে বিয়ে করেছেন। ওনাদের আগামী জীবন ভালো হোক। আমরা শুভেচ্ছা জানিয়েছি। একেবারে ঘরোয়াভাবে বিয়ে হবে। ”