দিলীপ-রিঙ্কুর বিয়ে LIVE: রেজিস্ট্রি বিয়েতে সাক্ষী কারা? আমন্ত্রিতই বা কে কে?
প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৫
জীবনের ষাট বসন্ত পার করেছেন একাই। বঙ্গ বিজেপির সেই রঙিন চরিত্র দিলীপ ঘোষ শুক্রবার আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে। সংঘের প্রচারক থেকে সংসার জীবনে কীভাবে? নানামহলে চলছে নানারকম চর্চা। তবে সবকিছুকে ‘ডোন্ট কেয়ার’ বলে সকাল থেকেই বিয়েতে ব্যস্ত দিলীপ। বিকেলেই আইনি বিয়ের মাধ্যমে এক হবেন দিলীপ-রিঙ্কু। প্রতি মুহূর্তের আপডেট সংবাদ প্রতিদিন ডিজিটাল?এর LIVE-এ।
বিকেল ৫.১১: রাজনৈতিক বা মতাদর্শগত বিরোধ সরিয়ে দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা জানালেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ”এতদিনে বোঝা গেল, দিলীপ ঘোষ কেন কেন রোজ ভোর হতেই ইকো পার্কে চলে যেতেন। এই সেই ইকো পার্ক, যা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন বাংলার উন্নয়নের লক্ষ্যে। সেই ইকো পার্ক থেকেই দিলীপদার প্রেম জন্ম নিল, পরিণয়ের দিকে এগোল।সুতরাং, আজকের দিনে যদি সেটা স্বীকার না করেন, তাহলে তা খুবই দুঃখজনক হবে।”
দুুুপুরে ২.২০: ধুতি-গেঞ্জিতে বাড়িতেই প্রস্তুতি শুরু করলেন দিলীপ। সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এ প্রসঙ্গে কথা বলা হলে শমীক জানান, “দিলীপদা ডাকাবুকো নেতা। তাঁর চায়ে পে চর্চা-সহ নানা বিষয় আমাকে অনুপ্রাণিত করেছে। কিন্তু এই বিষয়টা আমাকে অনুপ্রাণিত করতে পারেনি।”
দুপুর ২.০১: হাতে আর মাত্র কয়েকঘণ্টা। হাতে শাঁখা-পলা, কনের বেশে সাজতে পার্লারে দিলীপ ঘোষের হবু ঘরণি রিঙ্কু মজুমদার। সেখানেই আরও একবার জানালেন কীভাবে প্রেম, বিয়ের সিদ্ধান্ত।