• ব্যস্ত পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
    প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৫
  • অর্ণব আইচ: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। মহানগরের ব্যস্ত এলাকা পার্ক স্ট্রিটের (Park Stree) একটি বিল্ডিংয়ের একতলার দোকানে আগুন (Fire) লাগার ঘটনা ঘটে। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। দ্রুত ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করছে বলে প্রাথমিক খবর। পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসন নামক ওই বিল্ডিংয়ের একতলায় একটি মিষ্টির দোকান আছে। সেই দোকানের পিছনের অংশেই আগুন প্রথম দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে।

    পার্ক স্ট্রিট এলাকা ব্যস্ত অফিসপাড়া হিসেবে পরিচিত। পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসন নামের ওই বিল্ডিংয়েও একাধিক অফিস রয়েছে। তারই একতলার মিষ্টির দোকানে এদিন বেলায় ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে কিছু সময়ের মধ্যেই প্রবল বেগে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শেক্সপিয়ার থানার পুলিশ। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। 

    আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের অফিসের কর্মীরা রাস্তায় নেমে আসেন। কুইন্স ম্যানসনের বেশিরভাগ অংশই খালি করে দেওয়া হয়। ঘিরে দেওয়া হয় ওই এলাকা। সাধারণ বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই বাড়ির অদূরেই রয়েছে স্টিফেন কোর্ট। সেখান থেকে জল নিয়ে আসার ব্যবস্থা করেন দমকলকর্মীরা। দ্রুত সেই আগুন নেভানোর কাজ চালান কর্মীরা। কীভাবে ওই আগুন লাগল? এসি থেকে আগুন লাগল নাকি শর্টসার্কিট? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ও দমকলকর্মীরা সব কিছু খতিয়ে দেখছেন। 

    দেড় দশক আগেই পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্ট হাউসে বিধ্বংসী আগুন লেগেছিল। বাম আমলের সেই আগুনের ঘটনায় কমপক্ষে ৪০ জনের প্রাণহানি ঘটেছিল বলে খবর। এদিনের পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের আগুন সেই স্মৃতিকে আরও একবার উসকে দিল। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। 
  • Link to this news (প্রতিদিন)