• ‘বাবা বলেই ডাকব...’, দিলীপ ঘোষের সঙ্গে বন্ডিং নিয়ে অকপট রিঙ্কু-পুত্র
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৫
  • রূপসা ঘোষাল

    নিউটাউনের ফ্ল্যাটে আজ চাঁদের হাট। সকাল থেকে একে একে জড়ো হয়েছেন তাবড় অতিথিরা। শুভেচ্ছার বন্যা। দিলীপ ঘোষের বিয়ে বলে কথা, হবে না-ই বা কেন? লাল বেনারসী, সোনার গয়নায় সেজেছেন কনে রিঙ্কু মজুমদার। পাঞ্জাবি-মালায় তৈরি বরও। চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা এই হাইভোল্টেজ বিয়ের দিন প্রায় অন্তরালেই রয়ে গেলেন রিঙ্কুর আগের পক্ষের ছেলে প্রীতম মজুমদার। BJP নেতার সঙ্গে মায়ের বিয়ে নিয়ে কী বলছেন তিনি? এই সময় অনলাইনকে জানালেন নিজেই।

    মায়ের সঙ্গে দিলীপ ঘোষের বিয়ে, অথচ সে বিয়ের আসরে নেই ছেলে। সল্টলেকে বেসরকারি IT সংস্থায় কাজ করেন ২৫ বছর বয়সি প্রীতম। গুড ফ্রাইডে এবং এক্সটেন্ডেড উইকএন্ডে কলকাতার বাইরে বেড়াতে গিয়েছেন তিনি। আগে থেকেই প্ল্যান করা ছিল তাঁর এই ট্রিপ। জানিয়েছেন, দিলীপ-রিঙ্কুই বলেছিলেন, প্ল্যান ক্যান্সেল না করতে। তাই বিয়ের দিন গরহাজির ছেলে।

    প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি মায়ের দ্বিতীয় বিয়েতে মত নেই প্রীতমের? দিলীপ ঘোষের সঙ্গে মায়ের বিয়ে নিয়ে কী মনে করছেন তিনি? এই সময় অনলাইনে প্রীতম বলেন, ‘মায়ের জন্য খুব খুশি। দু’জনকে অনেক শুভেচ্ছা। ভবিষ্যৎ জীবন খুব ভালো কাটুক ওঁদের।’

    দু’জনেই একই মতাদর্শে বিশ্বাসী তাই ব্যক্তিগত জীবনে সুখে থাকবেন তাঁরা, মনে করছেন ছেলে। একসঙ্গে সামাজিক কর্মকাণ্ডেও জড়িত থাকতে পারবেন তাঁরা। দিলীপ ঘোষের হাত ধরে কি তিনিও ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেবেন? প্রীতম বলেন, ‘সক্রিয় ভাবে রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা তেমন ভাবে নেই। তবে আমি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমারও। ওঁর থেকে এ বার নিঃস্বার্থ ভাবে সমাজসেবা শেখার সুযোগ আসবে, এটাই বড় পাওনা।’

    দিলীপ ঘোষের সঙ্গে বন্ডিং কেমন? প্রীতম বলেন, ‘খুবই ভালো বন্ডিং আমাদের। দীর্ঘদিন ধরেই কথাবার্তা হয়।’ মায়ের সঙ্গে বিয়ের পর সম্পর্কের সমীকরণ বদল হবে, কী বলে ডাকবেন দিলীপ ঘোষকে? প্রীতমের সাফ জবাব, ‘মায়ের সঙ্গে বিয়ে হচ্ছে, বাবা বলেই ডাকব।’

  • Link to this news (এই সময়)