• ‘গলায় পা তুলে দেব…’ বলেছিলেন দিলীপ, বিয়ের খবরে কী বলছেন সেই প্রীতি, বৈশাখীরা?
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৫
  • মণিরাজ ঘোষ

    ‘চিৎকার করবেন না, গলায় পা তুলে দেব…’। মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন দিলীপ ঘোষ। ঘটনাটি মাসখানেক আগের। দিলীপের ‘চোখরাঙানি’ সহ্য করেছিলেন প্রীতি কাড়ার, বৈশাখী সাহারা। শুক্রবার সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায় শুরু করছেন দিলীপ। প্রীতি, বৈশাখীরা বললেন, ‘ওঁর বিবাহিত জীবন সুখের হোক।’ সঙ্গে সংযোজন, ‘এ বার আশা করি শিখে যাবেন মহিলাদের সঙ্গে কী ভাবে ব্যবহার করতে হয়!’

    ২১ মার্চ খড়্গপুরের ৬নং ওয়ার্ডের ভবানীপুর মাঠপাড়া এলাকায় নিজের সাংসদ তহবিলের টাকায় তৈরি হওয়া পাকা রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন ‘প্রাক্তন’ সাংসদ। দিলীপকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। নেতৃত্বে ছিলেন প্রীতি কাড়ার, বৈশাখী সাহা-রা। দিলীপের উদ্দেশে প্রীতি বলেন, ‘এতদিন পর আপনি এলাকায় এসেছেন কেন? এতদিন তো আপনাকে পাওয়া যায়নি।’ পাল্টা দিলীপ বলেন, ‘আমি টাকা দিয়েছি। কারুর বাপের টাকা নয়…’।   গর্জে উঠে প্রীতি বলেন, ‘আপনি বাপ তুললেন কেন? আপনি যে একজন প্রাক্তন সাংসদ! এ সব কথা আপনার মুখে মানায়?’ পাল্টা দিলীপ বলেন, ‘বেশ করেছি তুলেছি...চৌদ্দপুরুষ তুলব।’

    কলহপর্ব এখানেই শেষ হয়নি। মহিলা তৃণমূল কর্মীরা গাড়ির সামনে এলে বিক্ষোভ দেখালে দিলীপকে বলতে শোনা  গিয়েছিল, ‘গাড়ির সামনে থেকে সরে যান। না হলে গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব। আমার কোন পিছুটান নেই।’ সেই দিলীপ এ বার সাংসারিক বন্ধনে আবদ্ধ হচ্ছেন।  দিলীপকে শুভেচ্ছা জানিয়ে প্রীতি বলেন, ‘ওঁর বিবাহিত জীবন সুখের হোক...খড়্গপুরে ফিরলে ফুল দিয়ে শুভেচ্ছা জানাব।’ তবে ফুলের সঙ্গে কাঁটাও রয়েছে? প্রীতির কথায়, ‘আসলে মহিলাদের সঙ্গে কী ভাবে কথা বলতে হয়, উনি মনে হয় জানতেন না! তাই সেদিন ওরকম নোংরা ভাষায় আমাদের আক্রমণ করে বলেছিলেন গলা টিপে দেব, গলায় পা তুলে দেব, গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব...। এ বার আশা করি শিখে যাবেন মহিলাদের সাথে কী ভাবে ব্যবহার করতে হয়।’

    দিলীপকে শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখীও। এই সময় অনলাইন-কে ফোনে বৈশাখী বলেন, ‘উনি সংসারী হচ্ছেন। আশা করছি, এ বার পিছুটান থাকবে। মহিলাদের কিছু বলার আগে, ভেবে বলবেন!’ বিবাহ পর্ব মিটিয়ে দিলীপ খড়্গপুরে গেলে কি সত্যিই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন প্রীতি, বৈশাখীরা? সে তো সময় বলবে। 

  • Link to this news (এই সময়)