মত্ত ভিলেজ পুলিশের বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত দুই। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে হুগলির পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েত এলাকায়। আহত গৌরী মালিক (৫৪) এবং প্রদীপ মালিক (৩৮) কে হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত করে অভিযুক্ত গৌতম দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের অন্তর্গত চাপারুই মোড় থেকে আবিরের দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি। চার চাকা গাড়িটি চালাচ্ছিলেন পাণ্ডুয়া থানায় কর্মরত ভিলেজ পুলিশ গৌতম দাস। অভিযোগ, গৌতম মত্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। দ্রুত গতিতে শিবিরাই কালীতলা সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার বাঁদিকে একটি ফুল গাছে ধাক্কা মারে, তারপর রাস্তার ডানদিকে গিয়ে ধাক্কা মারে একটি আম গাছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার বাঁদিকে একটি বাড়ির উঠোনে বসেছিলেন বছর গৌরী ও প্রদীপ। গুরুতরভাবে জখম হন দু’জনেই। গৌরী মালিকের বুকে ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর প্রদীপ মালিককে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও গৌরী মালিককে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা বন্দনা মালিক বলেন, ‘একজন পুলিশের লোক হয়ে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। আমার শাশুড়ি ও দেওরকে ধাক্কা মারে গাড়িটি।’ অভিযুক্তের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ। চারচাকা গাড়িটি বাজেয়াপ্ত করে এবং অভিযুক্ত গৌতম দাসের মেডিক্যাল পরীক্ষা করা হয়। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, বৃহস্পতিবার রাতে কোনও পার্টিতে মদ্যপান করেছিল। এরপরে গাড়ি চালিয়ে যখন ফিরছিল, তখন ধাক্কা মারে। ঘটনায় দু’জন আহত হয়েছেন। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।