বৃহস্পতিবারই সাত পাকে বাঁধা পড়েছিলেন বীরভূমের এক তরুণ। কিন্তু ভাগ্যের পরিহাসে জীবনসঙ্গিনীর সঙ্গে বাকি জীবন কাটানো হল না। এ দিন সন্ধ্যে বেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সদ্য বিয়ে করা বাবের শেখ ও তাঁর বন্ধুর। ঘটনাটি বীরভূমের পাইকর থানার বর্ষা পুকুর মোড়ের। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবারই বিয়ে করেছিলেন বীরভূমের বর্ষাপুকুর গ্রামের বাসিন্দা বাবের শেখ। এ দিন বিয়ের পর নতুন বৌ-কে বাড়িতে রেখে বাইকে করে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন তিনি। সূত্রের খবর, বৌভাতের কেনাকাটা করার জন্যই তিনি বেরিয়েছিলেন। কিন্তু সে সময়ই ঘটে বিপত্তি। মুরারই ওমরপুর রাস্তায় বর্ষা পুকুর মোড়ে একটি যন্ত্র চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাবের শেখের বাইকের। তাঁদের উদ্ধার করেন পাইকর থানার পুলিশ ও এলাকার বাসিন্দারা।
সূত্রের খবর, বাবের শেখ ও তাঁর বন্ধুকে উদ্ধার করে পাইকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় দু’জনের। তবে বাবের শেখের পরিচয় জানা গেলেও এখনও পর্যন্ত তাঁর বন্ধুর কোন পরিচয় পাওয়া যায়নি। অন্য দিকে, যন্ত্রচালিত ভ্যানে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে বিয়ের দিনই বৌভাতের কেনাকাটা করতে গিয়ে এ ভাবে মৃত্যু হওয়ায় এলাকা জুড়ে এখন শোকের ছায়া। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।