• ‘নিমন্ত্রণ করলে যেতাম…’, দিলীপদাকে আর কী বললেন কেষ্টাদা?
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৫
  • তাঁদের রাজনীতির স্টাইল কিছুটা একরকম। দু’জনেই তথাকথিত ‘দাবাং’। কিন্তু তাঁদের সম্পর্ক বরাবর আদায় কাঁচকলায়। কেউ কেউ ঠাট্টা করে বলেন, ‘দিলীপ বুনো ওল হলে, কেষ্ট বাঘা তেঁতুল।’ কিন্তু এ সব খাবার, রাগ, রাজনৈতিক যুদ্ধ, সবটাই শুক্রে অতীত। ১৮ এপ্রিল যেন আদতেই ‘গুড ফ্রাইডে’। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে খুশি বীরভূমের অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।

    নিউ টাউনে তখন সবে দিলীপ ঘোষ পাঞ্জাবি পরে হবু বৌয়ের জন্য অপেক্ষা করছেন, সেই সময়েই বীরভূম থেকে বার্তা দিলেন অনুব্রত। ফুরফুরে গলায় বললেন, ‘দিলীপদা ভালো মানুষ। শুভেচ্ছা জানাই। দিলীপদা নিমন্ত্রণ করলে যেতাম।’

    বঙ্গ রাজনীতিতে এমন সন্ধ্যা কতবার এসেছে? রাজনীতির কারবারিরা বলছেন, ‘রাজনীতিকদের বিয়ে নতুন নয়। তবে এই বিয়েটা ছকভাঙা। তাঁদের নিয়ে যে ধারণা থাকে, তা অনেকটাই ভেঙেছেন দিলীপ ঘোষ। এই বয়সে ঘর বাঁধছেন। শুধু তাই নয়, শুনলাম কারও আপত্তি শোনেননি। কেয়া বাত, কেয়া বাত।’

    উল্লেখ্য, দিলীপ এবং অনুব্রত দু’জনেই 'বেবাক'। একে অন্যকেও বিঁধেছিলেন বহুবার। গত বছর যখন অনুব্রত মণ্ডল জামিন পেয়ে তিহাড় থেকে ফিরেছিলেন সেই সময়ে দিলীপ কটাক্ষের সুরে বলেছিলেন, ‘জেল খাটা নেতা ছাড়া পেয়েছে’। এই বিজেপি নেতাকে তোপ দেগে ২০২০ সালে অনুব্রতর সেই হুঙ্কার আজও ভোলেনি বঙ্গ রাজনীতি। তিনি বলেছিলেন, ‘দিলীপ ঘোষ ৪২০, দালাল’। কিন্তু সে সব আজ অতীত। ৪ঠা বৈশাখ, পুরোটাই ‘ভালোবাসার দিন’।

  • Link to this news (এই সময়)