• ক্যাম্পে রাজ্যপাল, বাইরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ স্থানীয়দের, বৈষ্ণবনগরে ধুন্ধুমার
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৫
  • মালদার বৈষ্ণবনগরে রণক্ষেত্রের চেহারা নিল ঘরছাড়াদের ক্যাম্প। ক্যাম্পের ভিতরে রাজ্যপাল। আর বাইরে পুলিশের সঙ্গে স্থানীয় মহিলাদের তুমুল বচসা। দু’পক্ষের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে গেল। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলেন স্থানীয়রা। তাঁদের দাবি, রাজ্যপালের সঙ্গে দেখা করতে দিতে হবে। তাঁরা কথা বলবেন। জানাবেন, নিজেদের অভাব-অভিযোগের কথা।

    শুক্রবার সকালে শিয়ালদহ থেকে ট্রেনে মালদা যান রাজ্য়পাল। সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পৌঁছে যান বৈষ্ণব নগরের ক্যাম্পে। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের অনেকেই এই ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। এ দিন রাজ্যপাল ক্যাম্পে ঢুকে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন। ঠিক তখন বাইরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। এঁদের মধ্যে বেশিরভাগই মহিলা।

    স্থানীয়দের দাবি, তাঁদের ক্যাম্পে ঢুকতে দিতে হবে। ঘরছাড়াদের মতো তাঁরাও রাজ্যপালের সঙ্গে দেখা করে অভাব-অভিযোগ জানাতে চান। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের আটকে দেয়। শুরু হয় বচসা। কিন্তু পুলিশ স্থানীয়দের কোনও দাবিই মানতে রাজি হয়নি। এতেই আগুনে ঘি পড়ে। ব্য়ারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে স্থানীয়রা। পাল্টা মারমুখী হয়ে ওঠে পুলিশও। দু’পক্ষের খণ্ডযুদ্ধ বেধে যায়। এদিন সংবাদ মাধ্যমকেও বৈষ্ণবনগর ক্যাম্পে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

    জানা গিয়েছে, রাজ্যপালকে দেখে অভিযোগের ঝাঁপি উপুড় করে দেন ঘরছাড়ারা। ক্যাম্পের পরিবেশ নিয়ে ক্ষোভ উগরে দেন। তাদের কথায়, ‘এখানে বন্দীদের মতো রাখা হয়েছে। কোনও সুযোগ সুবিধাই নেই।’ রাজ্যপাল তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পরে বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। বলেন, ‘সব মাথায় রাখছি। আমার পক্ষে যা যা করা সম্ভব করব।’

  • Link to this news (এই সময়)