রাজ্যপালের সফর ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পাললালপুরে ঢোকার আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন ঘরছাড়ারা। এ বার চাকরিহারারা ফেটে পড়লেন ক্ষোভে। তাঁদের অভিযোগ, রাজ্যপালের সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। তার আগেই আটকে দিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে শিয়ালদহ থেকে ট্রেনে মালদার উদ্দেশ্যে রওনা দেন সিভি আনন্দ বোস। মালদা টাউন স্টেশন থেকে সোজা চলে যান সার্কিট হাউসে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেন। সেখানেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান চাকরিহারারা।
তাঁদের অভিযোগ, রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ আটকে দেয়। শেষে বাধ্য হয়ে একটি আবেদনপত্রে সবাই মিলে সই করে পুলিশের হাতে তুলে দেন রাজ্যপালের কাছে তা পৌঁছে দেওয়ার জন্য। তবে সেই আবেদনপত্ রাজ্যপালের কাছে পৌঁছবে কি না, তা নিয়ে সন্দিহান তাঁরা।
চাকরিহারা এক শিক্ষিকা বলেন, ‘আমাদের দেখা করতে দেওয়া হয়নি। কিন্তু এটা আমাদের অধিকার। জানি না, আদৌ এই বার্তা তাঁর কাছে পৌঁছবে কি না। আমরা দিশাহারা। ভবিষ্যতে কী হবে বুঝতে পারছি না।’
এ দিন দুপুরে মালদা টাউন হলের সামনে থেকে মিছিল করেন চাকরিহারারা। তাঁদের বক্তব্য, 'সুপ্রিম কোর্টের রায়ে এতটুকু স্বস্তি মেলেনিl নিজেদের ক্যানসার রোগী মনে হচ্ছে। ৮ মাস চাকরি থাকবে তারপর থাকবে না। যেন মনে হচ্ছে আমাদের উপর দয়া করা হলো।'