• বিদেশে চাকরি দেওয়ার নামে কল সেন্টার খুলে প্রতারণা, ধৃত অভিযুক্ত
    আনন্দবাজার | ১৮ এপ্রিল ২০২৫
  • বিদেশে চাকরি দেওয়ার নামে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে ভিন্ রাজ্যের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রোহন আগরওয়াল। তার বাড়ি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। তবে, সে থাকছিল কলকাতা বন্দর এলাকার আয়রন গেট রোডে। বুধবার বিকেলে সেখান থেকেই তাকে গ্রেফতার করে গার্ডেনরিচ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রচুর ভুয়ো ভিসা, মোবাইলের সিম কার্ড এবং জাল স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। রোহন নিজেকে বিভিন্ন সংস্থার কর্ণধার বলে পরিচয় দিত।

    প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, প্রতারণার এই চক্রে রোহনের সঙ্গে আরও কয়েক জন ছিল। তাদের খোঁজ চলছে। তারা প্রত্যেকেই চাকরিপ্রার্থীদের কাছে নিজেদের বিভিন্ন সংস্থার কর্ণধার বলে মিথ্যা পরিচয় দিত। রোহন এর আগেও প্রতারণার অভিযোগে নিউ মার্কেট-সহ বিভিন্ন থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

    পুলিশ সূত্রের খবর, দিনকয়েক আগে গার্ডেনরিচ থানার পুলিশের নজরে আসে, আয়রন গেট রোডের এক বহুতলের ছ’তলায় একটি কল সেন্টার খোলা হয়েছে। সেখান থেকে নাকি বিদেশে চাকরি দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, ওই কল সেন্টারটি ভুয়ো। সেখানে ভুয়ো ভিসা এবং নিয়োগপত্র হাতে দিয়ে চাকরিপ্রার্থীদের থেকে মোটা টাকা আদায় করা হচ্ছে। এর পরেই পুলিশ সেখানে হানা দিয়ে রোহনকে আটক করে নিয়ে আসে থানায়। উদ্ধার করা হয় একাধিক ভুয়ো ভিসা থেকে চাকরির ভুয়ো নথি।

    পুলিশ জানিয়েছে, রোহনেরা প্রথমে বিদেশে চাকরির টোপ দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন-ফি বাবদ মোটা টাকা আদায় করত। এর পরে বিদেশে চাকরি হয়ে গিয়েছে বলে দাবি করে তাঁদের হাতে তুলে দিত ভুয়ো ভিসা। তার জন্য আবারও মোটা টাকা নেওয়া হত। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কয়েকশো যুবককে এই ভাবে প্রতারিত করা হয়েছে। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।

    গত মঙ্গলবারই অফিসার সেজে কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কাশীপুর থানার পুলিশ। এ বার বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রোহনকে গ্রেফতার করা হল।
  • Link to this news (আনন্দবাজার)