• ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাড়ির বিদ্যুতের বিল ২৪০০ টাকা বাকি ছিল। যা নিয়ে ভাড়াটিয়াকে তাগাদা করেছিলেন বাড়ির মালিক। সেই রাগেই ভাড়াটিয়ার হাতে তিনি নিগৃহীত হন এবং শেষপর্যন্ত তাঁর স্ত্রীকে ভাড়াটিয়া খুন করে বলে অভিযোগ।

    পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুজহাটির বৃদ্ধার খুনের পেছনে কারণ খুঁজে বের করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ভাড়াটিয়া অমিত বাগদি এবং এই খুনে তার সহযোগী কুবির গড়াই ওরফে রবিকে। 

    জানা গিয়েছে, অমিত একটি চটকলে কাজ করত। তাকে নীলাদ্রি সরকারের বাড়িতে ভাড়া ঠিক করে দেয় কুবির। গত সাতদিন আগে সে নীলাদ্রির বাড়ি ছেড়ে দেয়। কিন্তু তার বিদ্যুতের বিল বাবদ ২৪০০ টাকা বাকি থাকায় নীলাদ্রি তাকে সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য তাগাদা দিতে থাকেন। এমনকী অমিতকে এর জন্য কয়েকবার ফোন করেছিলেন বলেও জানা গিয়েছে। এই রাগেই অমিত নীলাদ্রিকে খুনের পরিকল্পনা করে বলে অভিযোগ।‌ 

    নীলাদ্রির প্রতিরাতে সাড়ে তিনটে নাগাদ শৌচালয়ে যাওয়ার অভ্যাস। এক বাড়িতে থাকার জন্য যেটা অমিত জানত। এই সময়টাকেই খুনের জন্য বেছে নেয় অমিত। সেইমতো সে এবং রবি খুনের পরিকল্পনা করে।

    আদতে বীরভূমের মল্লারপুরের বাসিন্দা অমিত বৃহস্পতিবার রাতে জৌগাম স্টেশনে এসে রাত গড়ানোর জন্য অপেক্ষা করতে থাকে। রাত তিনটে নাগাদ রবিকে নিয়ে নীলাদ্রির বাড়িতে পাঁচিল টপকে তারা ঢোকে এবং অপেক্ষায় থাকে। সাড়ে তিনটে নাগাদ নীলাদ্রি বেরলে তাঁকে ধাক্কা দেয় তারা। সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েন নীলাদ্রি। 

    ওই রাতে মীরাদেবীও স্বামীর পেছন পেছন বাইরে আসেন এবং নীলাদ্রিকে ওই অবস্থায় দেখতে পেয়ে চেঁচামেচি করলে অমিত ও রবি দু'জনে তাঁর মাথায় মুগুর দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। দু'জনেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

    তদন্তে নেমে পুলিশ মীরাদেবীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে বিষয়টি জানান। এরপরেই মল্লারপুর থেকে অমিত এবং জামালপুর থেকে রবিকে গ্রেপ্তার করে পুলিশ।
  • Link to this news (আজকাল)