• চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনের নজর এড়িয়ে সবং-এর একাধিক এলাকা জুড়ে চলছিল চোলাই মদের কারবার। বৃহস্পতিবার রাতে বিশাল পুলিশবাহিনীকে সঙ্গে নিয়ে এলাকার চোলাই মদের ঠেকে যৌথ অভিযান চালায় আবগারি দপ্তর। পুলিশি অভিযানে ভেঙে দেওয়া হয় চোলাই মদের ঠেক। উদ্ধার হওয়া চোলাই মদ তৈরির বেশকিছু উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোলাই মদ। 

    জানা গিয়েছে, বাড়িতে এবং বিভিন্ন জায়গায় তৈরি করে এই চোলাই মদ বাইরে গিয়ে বিক্রি করত বেশ কিছু অসাধু ব্যবসায়ী। চোলাই মদের আকর্ষণ বাড়াতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে মেশানো হয় নানারকম রাসায়নিক। যার জন্য এই মদ খাওয়ার পর অল্প সময়ে নেশায় আসক্ত হচ্ছে সুরাপ্রেমীরা। এই রাসায়নিকের মধ্যে বেশ কিছু রাসায়নিক শরীরের পক্ষে খুবই খারাপ। 

    জানা গিয়েছে, ওই এলাকায় অভিযান চালানোর আগেই অবৈধ চোলাই মদ ব্যবসায়ীদের একাংশ এলাকা ছেড়ে চম্পট দেয়। তাদের মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের নাম নেপু ভক্তা ওরফে রবি। ধৃতকে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এই অভিযান লাগাতার চলবে বলে আবগারি সূত্রে জানা যায়।
  • Link to this news (আজকাল)