• 'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। পাত্রী দক্ষিণ কলকাতার বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। শুক্রবার সন্ধ্যায় আইনি পদ্ধতি মেনে দুই হাত এক হতে চলেছে। হবু নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন কামারহাটির তৃণমূলের বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, "দিলীপবাবুর বাড়িতে বসন্ত এসে গিয়েছে।"

    দিলীপের বিয়ে প্রসঙ্গে আজকাল ডট ইনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল মদন মিত্রের সঙ্গে। সেই সময় তিনি বলেন, "আমার শুভেচ্ছা। সুস্থ থাকুন। দেরির জন্য চিন্তা নেই লক্ষ্মণ শেঠ, রবিশঙ্কর, প্রিয়রঞ্জন দাসমুন্সী, সৌমেন মিত্র অনেকেই দেরি করে বিয়ে করেছেন। তবে দিলীপ বাবুর বাড়িতে বসন্ত এসে গিয়েছে। দিলীপ বাবু খুশি। লাঠিসোঁটা ছেড়ে সংসারধর্ম করুন।" 

    রাজনীতি এবং সংসার কীভাবে সামলাবেন সেই পরামর্শে মদন বলেন, "ওঁনার স্ত্রীও রাজনীতি করেন। দিলীপবাবু একটু বাড়ির দিকে মন দিন। সকালবেলায় উঠেই যদি স্ত্রীকে বলেন যে চলো একটু রামমন্দিরে যাই তাহলে ভাল লাগবে না। রামমন্দির ছেড়ে একটু কৃষ্ণমন্দিরে যান।"

    দু'জনের আলাপ ২০২১ সালে। ২০২৫-এ পরিণয়। আইনিমতে ছিমছামভাবে সম্পন্ন হবে বিয়ে। পরিবারে ঘনিষ্ঠদের উপস্থিতিতেই রেজিস্ট্রি করে বিয়ে করবেন দু'জনে। শুক্রবার সকাল থেকেই দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে দিলীপের বাড়ি পৌঁছে গিয়েছিলেন। নবান্ন থেকে শুভেচ্ছাবার্তা-সহ ফুল পাঠিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

    মা পুষ্পলতা ঘোষের কথাতেই বিয়েতে রাজি হয়েছেন মেজ ছেলে নাড়ু। সে কথা স্বীকার করে নিয়েই দিলীপ বলেন, "মায়ের অনুমতি নিয়েই নতুন পদক্ষেপ। আমার একজন সঙ্গী চাই। যিনি ঘর এবং মাকে দেখবেন।" জীবনের নতুন অধ্যায় শুরু করা নিয়ে দিলীপ বলেন, "আমার জীবনে দু'জন মহিলা। যিনি এসেছেন তাঁকে আমি ডাকিনি। তিনি এসে বলেছিলেন, ছেলে বড় হয়েছে, ভাল চাকরি করে। আমার একজন সঙ্গীর দরকার।"

    রাফ অ্যান্ড টাফ রাজনীতিক হবু স্বামীকেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন হবু স্ত্রী। রিঙ্কু বলেছেন, "উনি খুব নরম মনের মানুষ।"
  • Link to this news (আজকাল)