রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর...
আজকাল | ১৯ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বিকেলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর আগে নতুন জীবনের জন্য বিজেপি নেতাকে শুভেচ্ছা জানিয়ে তাঁর নিউটাউনের বাড়িতে ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি, পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তাও। সেখানে ভারতীয় জনতা পার্টির হেভিওয়েট নেতার আগামী ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
হলুদ রঙের খামে মোড়া চিঠিতে পাঠানো হয়েছে শুভেচ্ছাবার্তা। তার ওপর নাম রয়েছে দিলীপ ঘোষের। রাজনীতিকে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রীর সৌজন্যবোধের প্রশংসা করেছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, এদিন সকাল থেকেই দিলীপ ঘোষের বাড়িতে তোড়জোড়। সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতা গিয়েছিলেন তাঁকে শুভেচ্ছা জানাতে।
উল্লেখ্য, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। গত কয়েকদিনে ধরে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। এক সংবাদ মাধ্যমে দিলীপকে তাঁর বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি আবার হ্যাঁ বা না কিছু বলেননি। তবে হেয়ালি বজায় রেখেছিলেন ষোলো আনা। কিছুটা হেয়ালি করে বলেন, ‘আমি কি বিয়ে করতে পারি না? অপরাধ নাকি বিয়ে করা?’
অন্যদিকে, বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষের কয়েক মিনিটের মাথায় করা পরপর দুটি পোস্ট জল্পনা দ্বিগুণ করে। শুক্রতেই নাকি চারহাত এক হচ্ছে। পাত্র দিলীপ ঘোষ, পাত্রী নিজেও বিজেপির নেত্রী, নাম রিঙ্কু মজুমদার। দলীয় সূত্রেই তাঁদের আলাপ। কয়েক বছরের আলাপের পর, বেশ ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার।