• ‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৈশাখে বসন্ত নিউটাউনের আবাসনে। বিয়ে করছেন দীর্ঘ দিনের রাজনীতিবিদ দিলীপ ঘোষ। সকাল থেকেই সাজসাজ রব নিউটাউনে। বিয়ের দিনে দিলীপ নিজেও বলছেন, ‘মায়ের অনুমতি নিয়েই নতুন পদক্ষেপ। আমার একজন সঙ্গী চাই। যিনি ঘর এবং মাকে দেখবেন।‘ বিজেপি নেতা আরও জানিয়েছেন, বিয়ের ব্যাপারে কোনও টেনশন নেই তাঁর। বিয়ে একটি সামাজিক এবং পারিবারিক দায়িত্ব বলেই মনে করছেন। 

    দিলীপের বিয়ে নিয়ে বঙ্গ রাজনীতি একপ্রকার তোলপাড়। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া-চিঠি পাঠিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    দিলীপের বিয়েতে কিছুটা ফ্ল্যাশব্যাকে গিয়ে অনেকেই খুঁজে আনছেন আরও দুই নাম। শোভন, বৈশাখী। দুজনের সম্পর্ক নিয়ে এক সময়ে বঙ্গ রাজনীতি কম তোলপাড় হয়নি। বহু নেতা কটাক্ষ করেছিলেন দুটির জুটিকে।

    ষাট পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসা দিলীপকে কী বলছেন তাঁরা? আজকাল ডট ইন-কে বৈশাখী বিজেপি নেতার ব্যক্তিগত সিদ্ধান্তকে শুভেচ্ছা জানালেন। একই সঙ্গে বললেন, ‘ওঁ আমাদের দু’ জনকে ডালভাত বলেছিলেন। ওঁর একলা ভাতের দিন শেষ হল, ডাল জুটল। আগামী দিনগুলো ডাল-ভাতে কাটুক। বিরিয়ানি আর চাপের দিকেও যেতে পারেন। শুভেচ্ছা অজস্র।‘

    বিয়ের দিনেও দিলীপকে মহিলাদের প্রতি আরও কিছুটা সংবেদনশীল হওয়ার পাঠও দিলেন বৈশাখী। বললেন, ‘এবার হয়ত বুঝবেন জীবনের সঙ্গীকে সম্মান দিয়ে চলা জরুরি।‘
  • Link to this news (আজকাল)