প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'...
আজকাল | ১৯ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ৬৬ বছর বয়সে দাঁড়িয়ে ৩৯ বছরের বান্ধবীকে বিয়ে করেছিলেন প্রাক্তন ক্রিকেটার অরুণলাল। তাও আবার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে। সেই সময় প্রচুর জলঘোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
আজকাল ডট ইনের তরফে অরুণ লালকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে জানতে চাওয়ায় সোজা ব্যাটে খেললেন প্রাক্তন ক্রিকেটার। জানালেন, 'এটা সম্পূর্ণ ওঁর নিজস্ব ব্যাপার। অন্যরা কে কী বলছেন তাতে একেবারেই তোয়াক্কা করা উচিত নয়। নিজের জীবন, নিজের সিদ্ধান্ত।'
পাশাপাশি, বিজেপি নেতাকে শুভেচ্ছাও জানিয়েছেন অরুণ লাল। বললেন, 'নতুন ইনিংসের জন্য আমি তাঁকে শুভেচ্ছা জানাই।' প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। গত কয়েকদিনে ধরে জল্পনা ছিল রাজনৈতিক মহলে।
এক সংবাদ মাধ্যমে দিলীপকে তাঁর বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি আবার হ্যাঁ বা না কিছু বলেননি। তবে হেয়ালি বজায় রেখেছিলেন ষোলো আনা। কিছুটা হেয়ালি করে বলেন, ‘আমি কি বিয়ে করতে পারি না? অপরাধ নাকি বিয়ে করা?’
অন্যদিকে, বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষের কয়েক মিনিটের মাথায় করা পরপর দুটি পোস্ট জল্পনা দ্বিগুণ করে। শুক্রতেই নাকি চারহাত এক হচ্ছে।
পাত্র দিলীপ ঘোষ, পাত্রী নিজেও বিজেপির নেত্রী, নাম রিঙ্কু মজুমদার। দলীয় সূত্রেই তাঁদের আলাপ। কয়েক বছরের আলাপের পর, বেশ ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার।