প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী...
আজকাল | ১৯ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অখ্যাত কিন্তু প্রতিভাবান। অদম্য চেষ্টা নিজের প্রতিভাকে বাইরের জগতে মেলে ধরা। সুযোগ হয়নি সেভাবে। আর এই সুযোগটাই করে দিতে এগিয়ে এসেছেন রাজ্যের প্রখ্যাত দন্তরোগ বিশেষজ্ঞ এবং চিত্রশিল্পী ডাঃ জয়গোপাল রায়। তাঁকে সহযোগিতা করেছে বেহালা শিল্পী চক্রবর্তী আর্ট স্কুল। 'গ্যালারি গোল্ড ভেনু'তে আয়োজিত এই আর্ট গ্যালারি উৎসাহিত করে তুলবে শিশু চিত্র শিল্পীদেরও। এখানে শিশুদের আঁকা অন্যান্য ছবির সঙ্গে প্রদর্শিত হচ্ছে ডাঃ জয়গোপাল রায় এবং আরেক চিত্রশিল্পী রমেন্দু মিত্রর আঁকা ছবিও। শুক্রবার ১৮ এপ্রিল থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
এবিষয়ে ডাঃ জয়গোপাল রায় বলেন, 'এটা শুধুমাত্র একটি চিত্র প্রদর্শনীই নয়। একেবারে গোড়া থেকেই যাতে সৃষ্টিশীলতার ভাব প্রকাশ করা যায় এবং সেই সৃষ্টিকে সযত্নে রক্ষা করা যায় সেই বিষয়টি মাথায় রেখেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একদিকে যেমন ৮০টি চিত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে তেমনি রাখা হয়েছে কয়েকটি ম্যুরাল।'
উৎসাহী ও চিত্রানুরাগীদের ভিড়ে প্রথমদিনেই জমজমাট এই প্রদর্শনী। যেখানে ছবি দেখার পাশাপাশি দর্শকরা উৎসাহিত করেছেন আয়োজকদের। অনুরোধ জানিয়েছেন, আগামীদিনেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে।