ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি আবশ্যক। নবান্ন নির্দেশিকা জারি করে এই ধারা প্রয়োগের ক্ষমতা পুলিশকে দিয়েছিল। কিন্তু ফের তা ফিরিয়ে নিয়েছে। অনুমান, সম্প্রতি মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতির দিকে বিশেষ গুরুত্ব দিয়ে নবান্ন থেকে এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল। এতে পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তাদের এই বিষয় অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়। কিন্তু ফের মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় এই অতিরিক্ত ক্ষমতার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে নবান্ন। প্রশাসন থেকে সরাসরি কোনো বার্তা না মিললেও এই নির্দেশিকা জারির উদ্দেশ্য যে মুর্শিদাবাদের পরিস্থিতির নিয়ন্ত্রণ তা অনুমান করা যায়।
তবে প্রশাসন জানিয়েছিল, অনেক সময় কোনো সংঘাতের পরিস্থিতি সামলাতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে গিয়ে সময় অপচয় হয়। তাই সেই জরুরীকালীন সময় পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে। জানা গিয়েছে, গত ৯ এপ্রিল স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর পক্ষ থেকে নির্দেশিকা জারি করে পুলিশকর্তাদের ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছিল। ডিজি, এডিজি, আইজি, ডিআইজি এবং পুলিশ সুপারদের এই অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়। ফের ১৭ এপ্রিল এই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবার ১৬৩ ধারা জারি করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে।