• 'নিমন্ত্রণ করলে যেতাম', 'বিবাহিত' দিলীপকে শুভেচ্ছা অনুব্রতের!
    ২৪ ঘন্টা | ১৯ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বিয়ে করলেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানালেন অনুব্রত মণ্ডল। বললেন, 'বিয়ে করা তো খারাপ নয়।  নিমন্ত্রণ করলে যেতাম। দিলীপদা খুব ভালো লোক'।  

    আডবাণী, বাজপেয়ীরা করেননি! কিন্তু  জীবন সায়াহ্নে এসে গাঁটছড়া বাঁধলেন RSS-র 'প্রচারক' দিলীপ ঘোষ। ছকভাঙা সেই বিয়ে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সবমহলেই। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, 'দিলীপ ঘোষ মহাশয়ের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন শুরু হচ্ছে। এক আলোচনার কী আছে, আমার মাথায় ঢুকছে না। সে তাঁর জীবনে কী সিদ্ধান্ত নেবে! তাঁরা দু'জন পূর্ণবষস্ক, স্বাধীন নাগরিক, তাঁরা দু'জন তাঁদের জীবন পরিচালনার জন্য কী সিদ্ধান্ত নেবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি তো চাইব, তাঁদের দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, শান্তির হোক, অগ্রগতির হোক, সমৃদ্ধির হোক'।

    বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, 'দিলীপদা আমাদের নেতা। তিনি বিয়ে করেছেন এটা তো আনন্দের বিষয়। আমাদের সবাই গিয়ে ওনাকে দেখা করে আসছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আমিও জানিয়ে আসব। আমরা প্রীতিভোজে যাব'। সঙ্গে পরামর্শ, 'চুটিয়ে প্রেম করুন। দরকার হলে হানিমুনে সিঙ্গাপুর না হলে অন্য কোথাও ঘুরে আসুন"। সৌমিত্রের কথায়, দিলীপদা খুব রসিক মানুষ আছেন। আরও ভালো থাকবেন'।

    দীর্ঘদিন বারুইপুরের আরএসএস শাখা পরিচালনার দায়িত্বে দিলীপ। RSS-এর নিয়ম অনুযায়ী-ই সংঘের প্রচারকরা কেউ বিয়ে করতে পারেন না। সারাজীবন তাঁরা সংঘের প্রচার ও প্রসার করে যাবেন। প্রচারকদের সমস্ত খরচ সংঘ-ই চালায়। কিন্তু সাংসারিক জীবনযাপন করতে পারবেন না। তাহলে দিলীপ কী করে বিয়ে করলেন? RSS-র অনুমতি নিয়েছিলেন?  চলছে জোর চর্চা, তরজা। উঠছে প্রশ্নও।

  • Link to this news (২৪ ঘন্টা)